মুকসুদপুর হাসপাতালে শিক্ষকদের ওরিয়েন্টশন

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুকসুদপুর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মশালায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সুস্থ নিরোগ ও সামাজিক থাকার জন্য চিকিৎসা, খাদ্যাভাষ পরিবর্তন, নিয়ন্ত্রণসহ কতিপয় বাস্তবমুখি পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন ডা: নাজির উল মুবিন, ডা: ভীস্মদেব মন্ডল। কর্মশালা শেষে সমাপনিতে বক্তব্য রাখেন রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ ভুইয়া, প্রধান শিক্ষক অচিন্ত কুমার বিশ্বাস, অধ্যক্ষ শাহাদাত হোসেন মিজান. শিক্ষক হায়দার হোসেন প্রমুখ। অনুষ্টানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় অর্ধশত শিক্ষক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে কমিউিনিটি পুলিশিং মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধআমার দেহে এমন কী আছে, যা অন্য নারীর নেই