জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার কবিদের অংশগ্রহণে দুইদিনের জাতীয় কবিতা উৎসব শুরু হবে আগামী ১ ফ্রেব্রুয়ারি। দীর্ঘ ৩২ বছরের ধারাবাহিকতায় ভাষার মাসের শুরুতেই ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ উৎসবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের হাকিম চত্বরে অনুষ্ঠিত হবে । বরাবরের মতো জাতীয় কবিতা উৎসব ২০১৯ এর আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ।
এ প্রসেঙ্গ জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন,জাতীয় কবিতা উৎসব শুধু বাংলাদেশেই নয়, এটি এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার এক অনন্য উৎসবে রূপ পেয়েছে। এর আগে প্রত্যেক উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার কবিতানুরাগী ও শ্রোতা অংশগ্রহণ করে আসছেন। প্রতি বছরের মত এবারও সর্বস্তরের কবিতাপ্রেমীদের অংশগ্রহণে একটি সার্থক আয়োজন হবে বলে আমার বিশ্বাস।’
বাংলা ভাষাভাষী কবি ও কবিতা অনুরাগীদের প্রাণের সংগঠন জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া জাতীয় কবিতা উৎসব এবার ৩৩ বছর পার করছে। কবিতা উৎসবের ৩৩তম এ আসরের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনটি উপমহাদেশের বাংলা ভাষাভাষী কবি ও কবিতাপ্রেমীদের অন্যতম বার্ষিক মিলনমেলা।
উৎসব নিয়ে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি সামাদ বলেন, ‘বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ফলে এ উৎসবটি শুধুমাত্র কবিদের জন্য নয়। কবিতার মধ্য দিয়ে গণমানুষের কথা বলাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, স্বৈরাচার, যুদ্ধাপরাধের বিচার এবং বর্বরতার বিরুদ্ধে দেশের কবিরা অব্যাহতভাবে সংগ্রাম করে যাচ্ছে। ’

 

পূর্ববর্তী নিবন্ধনাম বদল হচ্ছে  বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে কমিউিনিটি পুলিশিং মতবিনিময় সভা