ছাতকে কাজী রেজিয়া নূর দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজার ইউনিয়নের কপলায় কাজী রেজিয়া নুর  দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এস এম সুজন মিয়া এ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান আবু সাদাত মোঃ লাহিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসি ও বিশিষ্ট কমিউনিটি নেতা গয়াছুর রহমান, কালারুকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল। বক্তব্য রাখেন, ইলিয়াছ আলী, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মনির মিয়া, নুরুজ্জামাল, ছাত্রলীগ নেতা রুয়েল তালুকদার প্রমুখ। বিকেলে বিশিষ্ট সমাজ সেবক এস এম সুজন মিয়া বড়কাপন বাজারে হোয়াইট বার্ড একাডেমি ও বাদেশ্বরী তারাপুর গ্রামে তানজিমুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান তাজুল, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হোয়াইট বার্ড একাডেমির শিক্ষক আহমদ আলী কবির, মিনহাজ রহমান চৌধুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে সংবিধান সংশোধন নিয়ে মুখোমুখি সুচি-সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধদোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়