২০১৮ সা‌লে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৪৩৯ জনের

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় ২০১৮ সালে সারা ‌দে‌শে তিন হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ৪৩৯ মানুষ প্রাণ ‌হারিয়ে‌ছেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠ‌নের সভাপ‌তি ই‌লিয়াস কাঞ্চন মঙ্গলবার এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আ‌য়ো‌জিত ২০১৮ সা‌লের সড়ক দুর্ঘটনার প‌রিসংখ্যান প্র‌তি‌বেদন প্রকাশ আনুষ্ঠা‌নে তি‌নি এসব তথ্য তু‌লে ধ‌রেন।

এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে পাঁচ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাত হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।

সড়ক, রেল, নৌ ও আকাশপথের মোট দুর্ঘটনার সংখ্যা ছয় হাজার ৪৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত হাজার ৭৯৬ জন। আহতের সংখ্যা ১৫ হাজার ৯৮০।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে গোলাগুলিতে নিহত ২
পরবর্তী নিবন্ধদুর্নীতিতে বাংলাদেশের ৪ ধাপ অবনতি: টিআই