শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, কিউআর-৬৩৮ ফ্লাইটে ২৬ যাত্রী নিয়ে বিমানটি দোহা থেকে ঢাকায় আসে। যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের এয়ারবাসটি জরুরি অবতরণ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, গত বছরের ২২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছিল কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ।

কাতারের উদ্দেশে উড়োজাহাজটি উড্ডয়ন করলে পেছনের দুটি চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধইন্টারনেটভিত্তিক জুয়ার ওয়েবসাইট বন্ধে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধ গণভবনে  চা-চক্রে আপ্যায়ন কূটনীতিকদের