দিল্লিতে তিস্তা ইস্যুতে আলোচনার প্রস্তুতি চলছে : পররাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:

দিল্লিতে তিস্তা ইস্যুতে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিস্তা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়াদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে। তবে এই স্থানান্তর সাময়িক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি উত্থাপন করা হবে ‘

এ সময় দেশটির পূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি সঙ্কট সমাধানে কার্যকরী অগ্রগতির বিষয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম লীগের পরিণতির দিকে এগোচ্ছে বিএনপি: কাদের
পরবর্তী নিবন্ধসিলেটের কাছে পাত্তাই পেল না রাজশাহী