পপুলার২৪নিউজ ডেস্ক:
২৩ জানুয়ারি ২০১৮, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৯ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর বলরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান, আলহাজ্জ মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক, খালিদ রহিম এবং এম. কামালউদ্দিন চৌধুরী।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৬৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৮ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৮,৪৮৫ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৬,৫১৩ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ১৬,৮৫৭ কোটি এবং ১১,৪৪৮ কোটি টাকা। শ্রেণীকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।