মুকসুদপুরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অগ্রগতি সভা

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। সভায় বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার গোপালগঞ্জ জেলা সমন্বয়ক সোহাগ চক্রবর্তী, মুকসুদপুর দারিদ্র বিমোচন অফিসার মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা।

 

পূর্ববর্তী নিবন্ধভারত যাবে বাংলাদেশের ‘ইডিপাস’
পরবর্তী নিবন্ধবর্জ্য শোধনাগার ছাড়া শিল্প নগরীর অনুমোদন নয়: প্রধানমন্ত্রী