সংরক্ষিত নারী আসনে নির্বাচন : তফসিল বাতিল চেয়ে রিট

 পপুলার২৪নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, সংবিধানের সপ্তদশ সংশোধনীও বাতিলের আবেদন করা হয়েছে রিটে।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে বিষয়টি নিশ্চত করেছেন তিনি নিজেই।

আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ওয়ালটন পরিবারের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা এ্যানীর জামিন