রবীন্দ্র সরোবরে শিমুল মুস্তাফার কন্ঠে ৭১ কবিতার আবৃত্তি

রাজু আনোয়ার:

‘আপোস করিনি কখনোই আমি,এই হলো ইতিহাস’ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার এই লাইন দুটোকে ধারণ করে আগামীকাল শুক্রবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে পরিবেশিত হতে যাচ্ছে দর্শক নন্দিত আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা।
স্বাধীনতা এবং সাংস্কৃতিক মুক্তির জন্য কবিতাকে কন্ঠে তুলে নিয়েছেন দেশের জনপ্রিয় এ আবৃত্তিকার ।তার কন্ঠে রুদ্র মুহম্মদ শহিদুল্লা’রকবিতা ‘বাতাসে লাশের গন্ধ’, শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ সহ অনেক কালজয়ী কবিতার আবৃত্তি দেশের তরুণ সমাজের দেশপ্রেমের চেতনাকে শানিত করেছে বার বার।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২০১০ সাল থেকে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে ৭১টি কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা।তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের আয়োজন পিছিয়ে ১৮ জানুয়ারি করা হয়।
বাঙালি ও বাংলাদেশের ইতিহাস আপোষহীনতারই ইতিহাস। অন্যায়,অবহেলা আর বৈষম্যের কাছে বাঙালী কখনো আপস করতে শিখেনি । ব্রিটিশ শাসনামলে যেমনি ইংরেজদের সাথে আপোস করেননি ক্ষুদিরাম বসু,মাস্টারদা সূর্যসেনসহ এমন আরো অনেক বীর বাঙালি। তেমনি ১৯৫২ সালেও রাষ্ট্রভাষা প্রশ্নে আপোস করেননি রফিক, জব্বার, সালাম আর একাত্তরে ৭ কোটি বাঙালিকে সাথে নিয়ে পাকিস্তানের সাথে আপোস করেননি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
স্বাধীনতার চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুধে ধারণ করেই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার ‘আপোস করিনি কখনোই আমি এই হল ইতিহাস’এই লাইনটিকে একান্ত নিজের করে নিয়েছেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।
তিনি বলেন, ‘প্রতিবারের মতো এবছরও রবীন্দ্র সরোবর সাজবে লাল সবুজের রঙে। একাত্তরের ৩০ লাখ শহীদকে স্মরণ করে এই আয়োজনে নতুন প্রজন্মের হাতে আলোকবর্তিকা তুলে দিয়ে প্রজ্জ্বলণ করা হবে ১৯৭১টি মোমবাতি,শতকণ্ঠে ধ্বনিত হবে ‘সব ক’টা জানালা খুলে দাও না’–গানটি।
অনুষ্ঠানটিতে অংশ নেয়ার জন্য সাধারণ দর্শকদের পাশাপাশি গুরুত্ব দেয়া হচ্ছে শিশুদের। শিশুদের মাঝে একাত্তরের চেতনা এবং সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতেই বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালেন আয়োজকরা।
প্রসঙ্গত,নবমবারের মতো রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তির এই মহাযজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানকে এসবিএসি ব্যাংকের অভিনন্দন