জুলহাজ-তনয় হত্যার প্রধান আসামি গ্রেফতার

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃত প্রধান আসামির পরিচয় জানায়নি পুলিশ।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা ও সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাসের বড় ভাই মিনহাজ একটি হত্যা মামলা এবং ওই থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনের মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধটিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভিকারুননিসায় দুদকের অভিযান