টিআইবির রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সকালে নগরীর দেওয়ানবাজারস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে। কারণ এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। এ প্রতিবেদন ও বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই।

টিআইবির এ প্রতিবেদন বিএনপি-জামায়াতের পক্ষে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেশিরভাগ রাষ্ট্র বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাই এ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করতে টিআইবিকে পরামর্শ দেন তিনি।

টিআইবি এর আগেও পদ্মা সেতু নিয়ে মনগড়া কাহিনী প্রচার করেছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধশাহনাজের স্কুটি উদ্ধার করেছে পুলিশ
পরবর্তী নিবন্ধজুলহাজ-তনয় হত্যার প্রধান আসামি গ্রেফতার