শপথগ্রহণের বৈধতা নিয়ে স্পিকার-সিইসিকে আইনি নোটিশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এতে তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধানের আর্টিকেল ১২৩(৩) এবং ১৪৮(৩)-এর পরিপন্থী।

মঙ্গলবার দুপুরে ডাক ও রেজিস্ট্রি যোগে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং মন্ত্রীপরিষদ সচিবকে এই নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই নোটিশ পাঠিয়েছেন বলে জানান ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে এই নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

দশম সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই শপথ নেয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেন আইনজীবী মাহাবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়, ২৯ জানুয়ারি ২০১৪ সালে শুরু হওয়া দশম জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কথা আগামী ২৮ জানুয়ারি। কিন্তু দশম জাতীয় সংসদ পূর্ণ হওয়ার আগেই তারা ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করে শপথ অনুষ্ঠান করেছেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন সরকার হাস্যকর ছাড়া কিছু নয় : ফখরুল
পরবর্তী নিবন্ধচালকল মালিক-ব্যবসায়ীদের সঙ্গে খাদ্যমন্ত্রীর বৈঠক বৃহস্পতিবার