সিআইএর শীর্ষ পদসহ পঞ্চাশ ভাগ সদস্যই নারী

পপুলার২৪নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) শীর্ষ তিন পদে এখন নারী কর্মকর্তারা। পরিচালক পদে গত বছর নিযুক্ত হয়েছিলেন জিনা হ্যাসপেল।

এক মার্কিন গোয়েন্দা অফিসারের দাবি, গুপ্তচর সংস্থায় এখন ৫০ শতাংশ নারী কাজ করছেন।

৬১ বছর বয়সী হ্যাসপেলকে এ সংস্থার শীর্ষ পদে প্রথম মহিলা হিসেবে নিয়োগ পান। এবার সিআইএর বিশ্লেষণসংক্রান্ত কাজে ডেপুটি ডিরেক্টর পদে জিনা বেছে নিলেন সিন্থিয়া ডিডি রাপকে। খবর এএফপির।

সিন্থিয়ার নিয়োগের পর সিআইএর তিন শীর্ষ পদে এবার চলে এলেন নারীরা। এর আগে সংস্থার গোপন অভিযানসংক্রান্ত বিভাগের প্রধানের পদে জিনা নিয়ে এসেছিলেন এলিজাবেথ কিম্বারকে (৫৬)।

জিনা, সিন্থিয়া আর এলিজাবেথের পাশাপাশি সিআইএতে আছেন আরও অনেক নারী অফিসার। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নারী ডেপুটি ডিরেক্টর ডন মেয়ারিকসও আছেন আগে থেকেই।

সদ্য নিযুক্ত সিন্থিয়া ডিডি রাপ পশ্চিম এশিয়া সম্পর্কে বিশেষজ্ঞ। এর আগে সিআইএতে জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তার স্বামী, বাবা ও মা প্রত্যেকেই কাজ করেছেন সিআইএর হয়ে। গত বছর মে মাসে হ্যাসপেল দায়িত্ব নেয়ার পরেই সংস্থার আইনজীবী হিসেবে এর আগে নিয়োগ করেছেন সিমন্স এলউডকে। আর একটি বিভাগের শীর্ষেও তিনি এনেছেন সনিয়া হল্টকে।

পূর্ববর্তী নিবন্ধফেলানী হত্যার আট বছর আজ
পরবর্তী নিবন্ধনতুন মন্ত্রিসভার সবাই যোগ্য : তোফায়েল