নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে রাজধানী

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে।

শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি নির্বাচনেই আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে থাকি। সে অনুযায়ী আমরা সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে থাকি।

তবে সে বিবেচনাই সমগ্র ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। তাই ঢাকা মহানগরীতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচন কেন্দ্র করে পুরো রাজধানী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে। কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে র‌্যাবের টহল জোরদার
পরবর্তী নিবন্ধআ’লীগের বিজয় নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই: আবদুর রহমান