কামলার মজুরি হিসেবে নৌকা মার্কায় ভোট চাই : ফারুক খান

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গত ১০ বছরে আপনাদের জন্য কামলা হিসেবে কাজ করেছি। কামলার মজুরি হিসেবে নৌকা মার্কায় ভোট চাই। মঙ্গলবার(২৫শে ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরের দক্ষিন গঙ্গারামপুর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া গোপালগঞ্জের কোন উন্নয়ন তো করেই নাই, বরং গোপালী বলে আমাদের গালি দিয়েছে। তিনি ক্ষমতায় এলে নাকি গোপালগঞ্জের নামই পাল্টে দিবেন। আমরা আগামী ৩০ তারিখ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার মাধ্যমে বিএনপির ধানের শীষ মার্কা মুছে দিবো।
জনসভায় ফারুক খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ সম্পন্ন হবে। আপনারা এখন ৪ ঘন্টায় ঢাকা যান, ট্রেন লাইন হলে ৪০ মিনিটে ঢাকায় যেতে পারবেন। উন্নত যাতায়াত ব্যবস্থা ,শতভাগ বিদ্যুৎ, বিনামূল্যে বই বিতরন ইত্যাদি আওয়ামী লীগের আমলেই সম্ভব । এটাই আওয়ামী লীগের রাজনীতি।
এসময় জনসভার হাজার হাজার জনতা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এবং বিএনপিকে একটা ভোটও না দেয়ার অঙ্গীকার করেন।
গোহালা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতালেব মোল্লার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ন -সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল, গোহালা ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মোল্লা প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ইজিবাইক মালিক সমিতির নৌকার গণসংযোগ
পরবর্তী নিবন্ধবড়দিনে পুনমের উপহার পোশাক খোলার ভিডিও!