ভুয়া তথ্যের বিষয়ে জনসাধারণকে সেনাবাহিনীর সতর্কবার্তা

পপুলার২৪নিউজ ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনীর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। এসব প্রোপাগান্ডার ব্যাপারে সবাইকে সতর্ক করেছে সেনা কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হলো- www.army.mil.bd এবং Join Bangladesh Army joinbangladesharmy.army.mil.bd।

সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের লিংক: www.facebook.com ও ইউটিউব চ্যানেলের নাম: Bangladesh Army

এগুলো ব্যতীত অন্যান্য সব ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রোপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির এমপিরা জনগণের ধাওয়া খেয়ে পালাত: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীকে বিতর্কিত না করার আহ্বান আ.লীগের