মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে নারীদের ঝাঁটা মিছিল

ভারতের পশ্চিমবঙ্গে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েক হাজার মানুষ। আর এই বিক্ষোভে ঝাঁটা হাতে ছিলেন শত-শত নারী। গতকাল সোমবার ‘ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া’ নামের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে কলকাতার রামলীলা ময়দান থেকে ওই মিছিল শুরু হয়।

জানা গেছে, ওই মিছিলটি নবান্ন নামের স্থান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে তা আটকে দেয় পুলিশ। এর পরে সেখানেই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। প্রায় আধা ঘন্টা সেই বিক্ষোভ চলেছে।

ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেনের দাবি, অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে।

মিছিলে যোগদানকারীরা বলেন, আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরও উদ্যোগী হতে হবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের অভিমত, দিল্লিতে গণধর্ষণ, পার্ক স্ট্রিট  এবং কামদুনি ধর্ষণ-কাণ্ডের প্রতিটিতেই দেখা গেছে যে, অপকর্মে জড়িতরা মত্ত অবস্থায় ছিল। সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তী নিবন্ধআবার ক্ষমতায় এলে গ্রাম হবে শহর : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মইনুল