বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ভারত

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশতম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠাবে ভারত। বুধবার (১২ ডিসেম্বর) ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার বাংলাদেশ হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে ইচ্ছুক বিবিসি, সিএনএন, ডিডব্লিউ এবং অন্যান্য বিদেশি ও স্থানীয় গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র পেয়েছেন।

সূত্র জানিয়েছে, নির্বাচনের সংবাদ কভার করতে কলকাতাভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় আসবে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে বঙ্গভবনে মিলনমেলা
পরবর্তী নিবন্ধপ্রথম টি-টোয়েন্টির একাদশে নেই রুবেল-মিঠুন-অপু