‘মহাজোটের পরাজয় মানেই উন্নয়ন-অগ্রগতির পরাজয়’

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা-৬ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ বলেছেন, ‘বর্তমান মহাজোট সরকার দেশের যে উন্নয়ন করেছে এবং অগ্রগতির দিকে নিয়ে গিয়েছে তাতে সুষ্ঠু ভোট হলে দেশবাসী পুনরায় মহাজোটকে ক্ষমতায় বসাবে। মনে রাখতে হবে, মহাজোটের পরাজয় মানে উন্নয়ন ও অগ্রগতির পরাজয়। দেশবিবোধী শক্তি চায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হোক। তাই মহাজোট ও নির্বাচন নিয়ে নানা কুৎসা রটাচ্ছে।’

রোববার দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিভন্ন পথসভায় এসব কথা বলেন কাজী ফিরোজ । সকালে তিনি পুরান ঢাকার পাতলাখান লেনে নিজের জন্য লাঙলে ভোট চান। এ সময় স্থানীয় যুবলীগ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর সেন্ট্রাল গার্লস স্কুলে নারী সমাবেশে বক্তব্য দেন। পরে লক্ষ্মীবাজার ও ধোলাইখালে লাঙলের পক্ষে প্রচার মিছিলেরর নেতৃত্ব দেন তিনি। বিকেলে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে যুবলীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন যুবলীগের ঢাকা মহানগর সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন, আইয়ুব আলী খান, স্থানীয় কাউন্সিলর আরিফ হোসেন ছোটন, জাপা নেতা হাজী ফারুক, তরুন বসু, আবুল কালাম আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংক চালু করল ডিজিটাল ওয়ালেট ‘বাংলাপে’