রাজনৈতিক হীন উদ্দেশ্যে বানোয়াট অডিও প্রচার হচ্ছে: মোশাররফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কিংবা মেহমুদ নামে কোনো ব্যক্তির সঙ্গে কখনও কোনো কথা হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্য নিয়েই বানানো অডিও প্রচার ও প্রকাশ করা হয়েছে।

আগামী একাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন খন্দকার মোশাররফ। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানাতে পারছেন না বলে জানান তিনি।

এর আগে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আইএসআই এজেন্টের ফোনালাপের অভিযোগে থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছে।

অভিযোগটি করেছেন কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।

বুধবার রাতে দাউদকান্দি মডেল থানায় এ অভিযোগ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন।

এ অভিযোগ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিকমাধ্যম, অনলাইন ও বিভিন্ন গণমাধ্যমে থাইল্যান্ডভিত্তিক পোর্টাল ট্রিবিউনের বরাত দিয়ে আমার সঙ্গে মেহমুদ নামে এক ব্যক্তির কথোপকথনের বানোয়াট ফোনালাপের অডিও প্রকাশ ও প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, এ ভিডিওটি আমার ভাবমর্যাদা নষ্ট, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারকাজে বিঘ্ন ঘটানো এবং আমাকে বিব্রত করতেই প্রচার করা হচ্ছে।

‘মেহমুদ নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না। অডিওতে কথিত আইএসআইয়ের কোনো ব্যক্তি বা কর্মকর্তাকেও চিনি না। কথিত ব্যক্তি কিংবা আইএসআই কর্মকর্তার সঙ্গে কখনও আমার কথোপকথন হয়নি,’ বললেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রচারকাজে ব্যস্ত থাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাতে পারছি না। এ অবস্থায় এ ফোনালাপ প্রচার থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ (৭৩), পিতা মৃত খন্দকার আশরাফ হোসেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথা বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

প্রসঙ্গত খন্দকার মোশাররফের সঙ্গে আইএসআই এজেন্টে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ডভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন কথোপকথনের এ সংবাদ ছেপেছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী প্রচারে সরকারি সুবিধা নিচ্ছেন না: শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধ৫ জানুয়ারির কথা ভুলে গেলে চলবে না: সিইসি