সুনামগঞ্জে সংসদ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জে ভোটার সংখ্যা ১৬লক্ষ ৪৭হাজার ৫শত ১১জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ২৩হাজার ৬শত ১৬জন এবং নারী ভোটার ৮লক্ষ ২৩হাজার ৮শত ৯৫জন। এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার সংখ্যা ২শত ৭৯জন বেশি। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলো ১৫লক্ষ ২হাজার ৯শত ৭৩জন। দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ১লক্ষ ৪৪হাজার ৫শত ৩৮জন।
সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩লক্ষ ৯৯হাজার ৩শত ৫৯জন। এর মধ্যে ধর্মপাশায় পুরুষ ভোটার ৭৭হাজার ৮শত ৮৯জন ও মহিলা ভোটার ৭৮হাজার ২শত ৭০জন। তাহিরপুরে পুরুষ ভোটার ৬৫হাজার ৫শত ৪২জন ও নারী ভোটার ৬৪হাজার ৯শত ৫০জন। জামালগঞ্জে পুরুষ ভোটার ৫৬হাজার ৪শত ৫৮জন ও নারী ভোটার ৫৬হাজার ২শত ৫০জন। সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৫০হাজার ৭শত ২১জন। তার মধ্যে দিরাইয়ে পুরুষ ভোটার ৮৫হাজার ৩শত ৩৫জন ও নারী ভোটার ৮৫হাজার ৯শত ৪৭জন। শাল্লায় পুরুষ ভোটার ৩৯হাজার ৬শত ১৫জন ও নারী ভোটার ৩৯হাজার ৮শত ২৪জন। সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার ২লক্ষ ৯২হাজার ৪শত ৭১জন। যার মধ্যে দক্ষিণ সুনামগঞ্জে পুরুষ ভোটার ৬০হাজার ৫শত ৩৮জন ও নারী ভোটার ৬০হাজার ৯শত ৩৩জন। জগন্নাথপুরে পুরুষ ভোটার ৮৪হাজার ৯শত ৬২জন ও নারী ভোটার ৮৬হাজার ৩৮জন। সুনামগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৩০জন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে পুরুষ ভোটার ৯৪হাজার ২শত ৬১জন ও নারী ভোটার ৯৩হাজার ২শত ২৬জন। বিশ্বম্ভরপুরে পুরুষ ভোটার ৫০হাজার ১শত ৮৮জন ও নারী ভোটার ৫১হাজার ৩শত ৫৫জন। সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪লক্ষ ১৫হাজার ৯শত ৫৪জন। যার মধ্যে ছাতকে পুরুষ ভোটার ১লক্ষ ৩১হাজার ৮শত ৮১জন ও নারী ভোটার ১লক্ষ ২৯হাজার ৮শত ৫৪জন। দোয়ারাবাজারে পুরুষ ভোটার ৭৬হাজার ৯শত ৫৭জন ও নারী ভোটার ৭৭হাজার ২শত ৬২জন।

পূর্ববর্তী নিবন্ধরসুলপুর গ্রামের ৩শতাধিক শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত
পরবর্তী নিবন্ধ‘মিস ওয়ার্ল্ড’র ফাইনাল থেকে বাদ ঐশী