আপিলেও কাদের সিদ্দিকীর মনোনয়ন অবৈধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

একাদশ জাতীয় নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন ইসিতে আপিল শুনানিতেও অবৈধ ঘোষণা করা হয়েছে। কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তারা ঋণখেলাপির কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেছিলেন।

শনিবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন আপিল শুনানিতে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

এ সময় কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমার আপিল গ্রহণ হলেও ধন্যবাদ। আপিল যদি নামঞ্জুর হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেজন্যও ধন্যবাদ।

তিনি বলেন, এবারের নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। জনগণ ভোট দিতে চায়। জনগণ যাতে ভালোভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগুলশানেও মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী