পপুলার২৪নিউজ প্রতিবেদক
নির্বাচনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের যে দায়িত্ব রয়েছে, তা ভালোভাবে পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, কমিশনের দেয়া এ দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় হতে হবে।
সিইসি বলেন, ভোটগ্রহণের সময় ভোটারদের থেকে যে কোনো অভিযোগ এলে সেটি সুষ্ঠুভাবে দেখতে হবে।
‘তা ছাড়া আপনাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, সতর্ক থেকে সেটি পালন করতে হবে। দায়িত্ব পালনে আপনাদের আরও সক্রিয় হওয়া জরুরি।’
তিনি বলেন, মাঠ পর্যায়ে তদন্ত কমিটি নীরব রয়েছে। তদন্ত কমিটির বিচারকদের নির্বাচনি মাঠে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। যেকোনো প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে।
ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন কেএম নুরুল হুদা।
এ সময় চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগে. জেনারেল (অব:) শাহাদত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
গত ২৫ নভেম্বর থেকে ১২২ টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হলেও কমিটি নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করে সিইসি বলেন, সকল প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে।