এসকে সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ জানুয়ারি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলাটি করেন।

মামলার অভিযোগে তিনি বলেছিলেন-তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

পূর্ববর্তী নিবন্ধজন-মিথিলার প্রেম: সত্যি না গুঞ্জণ  
পরবর্তী নিবন্ধ‘তোমরা ক্ষমা করোনি আমরাও করব না’