লাঞ্চের আগে উইকেট বিলিয়ে এলেন মুমিনুল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ক্রিজে আসার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন মুমিনুল হক। দ্রুত রান তুলছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর ভীষণ চড়া হয়েছিলেন। টেস্ট ক্রিকেটের সঙ্গে মোটেও এ মেজাজ যায় না। শেষ পর্যন্ত এর খেসারত গুনে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। একরকম উইকেট বিলিয়ে দিয়ে এলেন লিটল মাস্টার।

কেমার রোচের বলটি ছিল শর্ট লেন্থে। অনায়াসে তা ছেড়ে দেয়া যেত। কিন্তু পুল করে উড়িয়ে মারতে গিয়ে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে এলেন তিনি। শটটি ছিল ভীষণ দৃষ্টিকটু। যেন তাকে ক্যাচ প্র্যাকটিস করালেন পয়েট অব ডায়নামো। ফেরার আগে ৪৬ বলে ২ চারে ২৯ রান করেন মুমিনুল।

প্রথম সেশন শেষে ২ উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৩৬ রান নিয়ে ক্রিজে আছেন। এখন চলছে লাঞ্চ বিরতি। নতুন ব্যাটসম্যান তার সঙ্গী হবেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্তভাবে জিতে সিরিজ জয় লক্ষ্য স্বাগতিকদের। এ টার্গেটে খেলতে নেমে টস ভাগ্যকে পাশে পান টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথম টেস্টের মতো টস জিতে এ টেস্টেও আগে ব্যাটিং নেন তিনি।

অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু ফের ব্যর্থ হন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেন মাত্র ১১ রান। তাই ঢাকা টেস্টে সতর্ক শুরু করেন সৌম্য। তবু ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেননি তিনি। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার (১৯)।

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই এ সিদ্ধান্ত। অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। দলে ফিরেছেন লিটন দাস। অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের ‘ব্যাকআপ’ হিসেবে একাদশে ঢুকেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে মাত্র চার ওভার বোলিং করা মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম বাংলাদেশ।

প্রথম টেস্টে ইমরুল কায়েসকে ধাক্কা মেরে এক ম্যাচ নিষিদ্ধ হন শ্যানন গ্যাব্রিয়েল। তার জায়গায় দলে ফিরেছেন পেসার শারমন লুইস। ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন এ একটিই।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস ও কেমার রোচ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে বলে কথা!
পরবর্তী নিবন্ধঅর্জুনের নাম লেখা লকেট গলায় ঝোলালেন মালাইকা