লাশ ৭ টুকরো করে ফ্রিজে: প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাভারে আশুলিয়ায় সাত টুকরো করে হত্যার পর লাশ ফ্রিজে রাখার আসামি বাবুল মিয়া (২৭) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ইয়ারপুর এলাকার মুন্নার বাঁশবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দীপু জানান, কয়েক দিন আগে আশুলিয়ার ইয়ারপুর এলাকার পোশাকশ্রমিক মেহেদী হাসান টিপুকে অপহরণ করে বাবুল মিয়া। এর পর তাকে হত্যা করে লাশ সাত টুকরো করে ফ্রিজে ভরে রাখে।

পরে এ ঘটনায় নিহত পোশাকশ্রমিকের স্ত্রী সম্পা বেগম বাবুল মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করে।

ভোরে ওই হত্যা মামলার আসামি ইয়ারপুর এলাকার মুন্নার বাঁশবাগানে বলে জানা যায়, অবস্থান নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল মিয়া ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশ ও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ ৫ নেতা‌কে ম‌নোনয়ন না দেয়ার ব্যাখ্যা দি‌লেন কা‌দের
পরবর্তী নিবন্ধবাগেরহাটে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষক নিহত