সরকারবিরোধীদের দমনে সৌদিকে তথ্যপ্রযুক্তি দিচ্ছে ইসরাইল

 পপুলার২৪নিউজ ডেস্ক:

সৌদি আরবে সরকারবিরোধীদের দমন করতে দেশটির কাছে উন্নতমানের গোয়েন্দা সরঞ্জাম বিক্রি করছে ইসরাইল।

ইসরাইলের সাইবার কোম্পানি এনএসওর সঙ্গে সৌদি কর্মকর্তাদের এ নিয়ে গোপন আলোচনা হয়েছে। খবর ইসরাইলি দৈনিক হারেৎজের।

সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সংস্কার কার্যক্রম তুঙ্গে ওঠার কিছু দিন আগে ভিয়েনায় ২০১৭ সালে ওই আলোচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল-সৌদি সরকারের বিরোধীদের ওপর গোয়েন্দা নজরদারি করা।

ওই আলোচনায় অংশ নিয়েছিল সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের খুব ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল্লাহ আল মালিহি এবং সাবেক গোয়েন্দাপ্রধান তুর্কি আল ফয়সাল, পদস্থ সৌদি কর্মকর্তা নাসের আল কাহতানিসহ এনএসওর কয়েকজন কর্মকর্তা।

ইসরাইলি ওই প্রতিষ্ঠানটি তখন ‘পেগাসাস-থ্রি’ নামের একটি গোয়েন্দা সরঞ্জাম দেখিয়েছিল, যার সাহায্যে মোবাইল টেলিফোনের ওপর ব্যবহারকারীর অজান্তেই গোয়েন্দাবৃত্তি করা যায়।

এ প্রযুক্তির মাধ্যমে মোবাইল ব্যবহারকারীর কথোপকথনের অডিও-ভিডিও সহজেই রেকর্ড করা যায়। কাহতানি তখন ভিয়েনার মোবাইল মার্কেট থেকে একটি আইফোন কিনে পেগাসাসের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইল-৬ আসনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পেলেন আহসানুল ইসলাম টিটু
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ঢামেকে ভর্তি