ভারতে শ্রী অটল বিহারি বাজপেয়ী নারী টি-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের চন্ডিগড়ে অনুষ্ঠিত শ্রী অটল বিহারি বাজপেয়ী নারী টি-২০ চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের নারী ক্রিকেট টীম। গত ২০-২৪ নভেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে স্বাগতিক ভারত, নেপাল ও বাংলাদেশ অংশগ্রহন করে। টুর্নামেন্টে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ফাইনালে নেপালের জাতীয় নারী ক্রিকেট টীমকে হারানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের সবগুলো ম্যাচে বিজয়ী হয়ে রূপালী ব্যাংক নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রসঙ্গত, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী ক্রিকেটের উন্নয়নে দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছে। রূপালী ব্যাংকের নারী ক্রিকেট দল ২০১৪ সালে প্রথম বিভাগ মহিলা ক্রিকেটলীগ চ্যাম্পিয়ন, ২০১৫ ইন্ডিয়ার পাঞ্জাবে অনুষ্ঠিত খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন, ২০১৬ সালে প্রিমিয়ার ডিভিশন মহিলালীগ চ্যাম্পিয়ন, ২০১৬ সালে থাইল্যান্ড মহিলা জাতীয় দলের সাথে অপরাজিত চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে জয়পুরে অনুষ্ঠিত এশিয়ান মহিলা ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন। সর্বশেষ গত অক্টোবরেও দিল্লীতে অনুষ্ঠিত কুইন্স ইলেভেন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন । ভারতের মাটিতে পরপর দুবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় নারী টীমকে অভিনন্দন জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধানসহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন করতে বাধা নেই চিফ হুইপ ফিরোজের
পরবর্তী নিবন্ধসিইসির বদলির দাবি কামালের