প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না : ইসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা না করা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। যদি করেন তাহলে আচরণবিধি লঙ্ঘিত হবে।

এখন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করেন।

এর আগে মঙ্গলবার (২০ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নতুন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ না দেয়ার নির্দেশ দেয় ইসি।

এ প্রসঙ্গে আজ সচিব বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি -নির্বাচনকালীন এই সময়ে কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেয়া, ভিজিএফ কার্ড দেয়া, মানুষকে সহযোগিতা করা, এগুলো যাতে না করা হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসবে সেনাবাহিনী: সেনাপ্রধান