বি চৌধুরীর বাসায় ভারতীয় হাইকমিশনার

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন।

সোমবার দুপুর ১টার পর বি চৌধুরীর বারিধারার বাসায় প্রবেশ করেন হর্ষ বর্ধন শ্রীংলা।

সাক্ষাতে বি চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, যুক্তফ্রন্টের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল। বিকল্পধারার দলীয় সূত্র জানিয়েছে, সাক্ষাৎ শেষে বিকল্পধারার পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতি বছর ৫ জন পাবেন ‘মাদার অব হিউম্যানিটি পদক’
পরবর্তী নিবন্ধইশতেহারে ‘দুর্নীতিমুক্ত উন্নয়ন’ প্রাধান্য পাবে: আমীর খসরু