এসবিএসি ব্যাংকের ভূলতা শাখা উদ্বোধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নারায়নগঞ্জের রূপগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ‘ভূলতা’ শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আবদুল কাদির মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাউছিয়ার রাবেত আল হাসান শপিং সেন্টারে এসবিএসি ব্যাংকের ৬৭তম শাখাটি উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ ঘটিকায় শাখা চত্বরে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা, মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, ভাইস-প্রেসিডেন্ট আবু বায়জীদ শেখসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের শাখার ব্যবস্থাপক শঙ্কর কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করতে ২০১৩ সালে এসবিএসি ব্যাংক তার যাত্রা শুরু করে। বর্তমানে আমাদের শাখার সংখ্যা ৬৭টি, শিগগির আমরা আরও ৭টি শাখার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে আমরাই অন্যতম ব্যাংক যারা দ্রুততম সময়ে অধিক সংখ্যক শাখা সম্প্রসারণ করতে পেরেছি। আমি আমাদের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কেননা এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা ও আমাদের উপর আস্থা রাখার জন্য।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রফতানির সকল সুবিধা। সেবার মাধ্যমে আমরা ইতোমধ্যে সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। কেননা আমাদের ব্যাংকে রয়েছে, অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার পরিচালনা পর্ষদ। তাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।

পূর্ববর্তী নিবন্ধসম্ভাব্য প্রার্থীদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে : ফখরুল
পরবর্তী নিবন্ধদেশে সকল পর্নসাইট ব্লক করার নির্দেশ