গোপালগঞ্জে মাঠ দিবস পালন

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কর্ত্তনের মধ্য দিয়ে বিনা ধান -১৭ মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার নিটুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার মুন্সী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অধিদপ্তরের এ এফ ও উজ্জল সাহা। অনুষ্ঠানে উপজেলা সহকারী কৃষি অফিসার বৃন্দ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা উপস্থিত ছিলেন । উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান বিনা ধান-১৭ একটি উচ্চ ফলনশীল ধান। প্রতি হেক্টর জমিতে ৬.৯ টন ধান উৎপাদন হয়। অনুষ্ঠানে চাষী মতিন কাজী তার সফলতার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমা স্থগিত হয়নি
পরবর্তী নিবন্ধনির্বাচন বানচালে নয়াপল্টনে বিএনপির আগুন সন্ত্রাস: আইনমন্ত্রী