নুর উদ্দিন, সুনামগঞ্জ থেকে:
আসন্ন জাতীয় নির্বাচনে ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীতা নিয়ে গভীর উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নেতা-কর্মীদের মধ্যে উৎকন্ঠা ততই বেড়ে যাচ্ছে। উভয় দলেই হেভিওয়েট একাধিক প্রার্থী থাকায় কার ভাগ্যে জোটছে নৌকা ও ধানের শীষ প্রতীক- এ প্রশ্নই এখন সর্বত্রই ঘুরপাক খাচ্ছে।
আওয়ামীলীগ ছাড়াও মহাজোটগতভাবে এ আসনে একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে মূলত বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নাম উঠে এসেছে আলোচনার উর্ধ্বে। বর্তমানে মানিক ও শামীমকে কেন্দ্র করে ছাতক-দোয়ারার আওয়ামী পরিবার দু’ভাগে বিভক্ত অবস্থায় রয়েছে। ছাতক-দোয়ারার সাধারণ ভোটারদের বিশ্বাস তাদের মধ্য থেকেই একজন হবেন নৌকার কান্ডারী। এমপি মুহিবুর রহমান মানিক ও শামীম আহমদ চৌধুরীকে নিয়েই ছাতক-দোয়ারার রাজনৈতিক অঙ্গন এখন সরব। তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থকদের মতে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে মানিকই হচ্ছেন নৌকার কান্ডারী। অপরদিকে শামীম সমর্থকদের বিশ্বাস ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নির্বাচনী মাঠে দলীয় কর্মকান্ডে জড়িত থাকা শামীম আহমদ চৌধুরীই হচ্ছেন সুনামগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী।
বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর প্রার্থীতা নিয়ে নেতা-কর্মীরা দুটি বলয়ে বিভক্ত অবস্থায় রয়েছে। কেন্দ্রিয় কর্মসূচীসহ নির্বাচনী মাঠে উভয় নেতাই পৃথক গণসংযোগ, সভা-সমাবেশে ব্যস্ত রয়েছেন। সরকার পতনের আন্দোলনেও উভয় নেতা রাজপথে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। রাজনৈতিক অঙ্গনে মিলন ও মিজান অতি পরিচিত নাম। সাধারণ ভোটারদের মতে মিলন এবং মিজান উভয়েরই নির্বাচনী এলাকায় রয়েছে শক্তিশালী অবস্থান।
সুনামগঞ্জ-৫ আসনে এখন পর্যন্ত ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও এ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, শামীম আহমদ চৌধুরী, ফরিদ আহমদ তারেক, টিএইচএম জাহাঙ্গির ও মাওলানা আক্তার হোসেন।
জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ, জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, জাপার কেন্দ্রিয় সদস্য, কমিউনিটি নেতা আলহাজ্ব জাহাঙ্গির আলম, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন থেকে মাওলানা হুসাইন আল হারুন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।