রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা -২০১৮ অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বছরের শেষ প্রান্তিকে শুক্রবার (০৯.১১.২০১৮) রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা-২০১৮ রাজধানীর হোটেল-৭১ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। তিনি খেলাপী ঋণ আদায় ও লোকসানী শাখা কমিয়ে আনার উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। ২০১৬ সালে মাত্র ৩৬ লাখ একাউন্ট থাকলেও বর্তমানে প্রায় ২ কোটি একাউন্ট নিয়ে গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষে অবস্থান করছে ব্যাংকটি। এছাড়াও তিনি গ্রাহক সেবা ও গুণগত ঋণ বিতরণের দিক থেকেও ব্যাংকটিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. মোরশেদ আলম খন্দকার। এছাড়াও জিএম মো. কাইসুল হক, সিএফও মো. শওকত জাহান খানসহ সকল জিএম, ডিজিএম, জোনাল ম্যানেজারসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসব দলের সমান অধিকার নিশ্চিত হলেই নির্বাচন হবে: ফখরুল
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই ১৩২৮ মনোনয়নপত্র বিক্রি