তফসিলের পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না। জনগণ আন্দোলনে নেই, তারা নির্বাচনমুখী।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। আন্দোলন-বিক্ষোভে মন নেই মানুষের। বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন কোনোটাই কাজে আসবে না। জনগণ এখন ভোটের অপেক্ষায়।

২৩ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে এমন আশা ব্যক্ত করে ওবায়দুল কাদের সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনে আসবেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির সাহসী পদক্ষেপ চাই: বি চৌধুরী