কাশ্মীর বলারের টানা চার বলে চার উইকেট

 পপুলার২৪নিউজ ডেস্ক :

টানা চার বলে চার উইকেট নিলেন ভারতীয় এক বোলার।

রাজস্থানের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিলেন তিনি। খেলায় তার মোট সংগ্রহ ৯০ রানের বিনিময় ৫ উইকেট।

বৃহস্পতিবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রঞ্জি ট্রফির প্রথম দিনের শেষে রাজস্থান ৩ উইকেটে ৩০০ রান তোলে।

দ্বিতীয় দিনে বড় সংগ্রহের লক্ষ্যেই নামে রাজস্থান। কিন্তু মাত্র ৯ রান যোগ করে গুটিয়ে যায় তারা। অর্থাৎ ৩৭৯ রানে থেমে যায় রাজস্থানের প্রথম ইনিংস।

এর নেপথ্যে মোহাম্মদ মুধাসিরের অসাধারণ একটি স্পেল দায়ি।

ইনিংসের ৯৭ তম ওভারের তৃতীয় বলে রাজস্থানের ব্যাটসম্যান মেনারিয়াকে ব্যক্তিগত ৫৯ রানে ফেরান মুধাসির।

৯৯তম ওভারের দ্বিতীয় বলে আউট করেন সেঞ্চুরিয়ান চেতস বিস্টকে। মুধাসিরের বলে আউট হওয়ার আগে ১৫৯ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন চেতন।

মুসাধিরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে আউট হন যথাক্রমে তাজিন্দর সিং ধিলন, রাহুল চাহার এবং তানভির মাশারত-উল হক।

চেতন ছাড়া বাকি তিনজন রানের খাতাই খুলতে পারেননি।

রঞ্জি ট্রফির ২০১৮-১৯ মৌসুমের শুরুর দ্বিতীয় দিনেই এমন অসাধারণ কীর্তি ঘটিয়ে বসলেন মুধাসির।

হ্যাটট্রিটের ঘটনাও এটাই প্রথম। এখনও পর্যন্ত আর কোনো বোলার হ্যাটট্রিক করতে পারেনি।

আর তিনিই প্রথম বোলার যিনি টানা চারটি উইকেটই নিয়েছেন এলবিডব্লিউর মাধ্যমে।

যদিও টানা চার বলে চার উইকেট নেয়ার কীর্তি এটাই প্রথম নয়। ১৯৮৮ সালে শঙ্কর শাইনি নামের এক বোলার হিমাচলের বিপক্ষে দিল্লির হয়ে এ রেকর্ড করেছিলেন।

এবার সে রেকর্ডে ভাগ বসালেন জুম্মু কশ্মীরের ৩০ বছর বয়সি মোহাম্মদ মুধাসির। গতবছর ছত্তিশগড়ের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকথা রাখলেন অনন্ত জলিল
পরবর্তী নিবন্ধতফসিল পেছানোর চিঠি নিয়ে ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট