জ্বালাও-পোড়াও নয়, ঐক্যবদ্ধ থাকাটাই আন্দোলন: ড. কামাল

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জ্বালাও-পোড়াও কোনো আন্দেলন হতে পারে না, ঐক্যবদ্ধভাবে থাকাটাই আন্দোলন বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

শুক্রবার রাজধানীর ইডেন কমপ্লেক্সে অনুষ্ঠিত গণফোরামের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, জ্বালাও-পোড়াও করে কখনো আন্দোলন সফল হতে পারে না, ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে আন্দোলন।

এ সময় তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা একটি সরকারের সাংবিধানিক দায়িত্ব।

ঐক্যফ্রন্টের দাবি পূরণে প্রয়োজনে আরও সংলাপ হতে পারে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, জনগণের ঐক্য গড়ে উঠেছে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের ওপর ভিত্তি করে। রাজনৈতিকভাবে ঐক্য থাকলে সাংবিধানিক অধিকার ভোগ করা যায়।

তিনি বলেন, যারা দেশের মালিককে অস্বস্তিতে রাখতে চায়, তার বিরুদ্ধে ঐক্য থাকলে সেই শাসকদের অবস্থা খারাপ হয়।

পূর্ববর্তী নিবন্ধচাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধদোয়ারায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিম্নমানের টিন ব্যবহার