ধর্ম অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন পাকিস্তানি নারী

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়া এক খ্রীষ্টান নারীকে খালাস করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার আছিয়া বিবি নামের ওই নারীকে অব্যাহতি দিলে প্রতিক্রিয়ায় উগ্র ডানপন্থী তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান(টিএলপি) বলেছে, তারা দেশব্যাপী বিক্ষোভ করবে।

রায় ঘোষণার সময় পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেন, মৃত্যুদণ্ডের শাস্তি ও দোষী সাব্যস্তকরণের বিরুদ্ধে আপিল গৃহীত হয়েছে।

দেশটির মধ্যাঞ্চলীয় ইথান ওয়ালি গ্রামের ৫৩ বছর বয়সী আয়েশা বিবিকে নবী মোহাম্মদ (সা.) ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগে নয় বছর আগে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল।

কিন্তু সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সেই রায় উল্টে দিয়েছেন।

২০০৯ সালে একই পাত্রের পানি খাওয়া নিয়ে তর্কাতর্কির সময় তিনি ধর্ম অবমাননা করেছেন বলে দুই মুসলিম নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

২০১০ সালের ডিসেম্বরে বিচারিক আদালতে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছিল।

চারবছর পর লাহোরের হাইকোর্ট সেই রায়কেই বহাল রেখেছিল। পাকিস্তানে ইসলাম ও নবীজির বিরুদ্ধে কটূক্তি খুবই স্পর্শকাতার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআদালত বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসারা দেশে বিএনপি মানববন্ধন চলছে