পপুলার২৪নিউজ রাজু আনোয়ার:
নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম বৃহত্তর সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ ২০১৮। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এবারের ঢাকা লিট ফেস্টের অন্যতম আকর্ষণ হয়ে আসছেন উপমহাদেশের বিখ্যাত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।
এই আসরে মনীষা কৈরালার জীবন-সংগ্রাম তথা ক্যানসারের সঙ্গে লড়বার ইতিবৃত্ত নিয়ে সাজানো হচ্ছে বিশেষ সেশন। এরই মধ্যে মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।
উৎসবে আরও আসছেন পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস,বিখ্যাত লেখক শংকর ও নারীবাদী লেখক-অভিনেত্রী নন্দিতা দাস।
বরাবরের মতো এবারও দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, চিন্তাবিদ,ইতিহাসবিদ শতাধিক সেশনে অংশ নেবেন।
এদিকে আগামী ৪ নভেম্বর সকালে ঢাকা লিট ফেস্ট ২০১৮ – এর সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলা একাডেমিতে।