আঁধারবৃন্তে আগুন জ্বালানোর প্রত্যয়ে উদীচীর সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

আঁধারবৃন্তে আগুন জ্বালানোর প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার গৌরবের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী সমাপণী অনুষ্ঠানমালা শুরু করলো লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শনবিার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় সুবর্ণজয়ন্তীর সমাপণী উৎসবের কার্যক্রম। এসময় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উদীচীর সাবেক তিনজন সভাপতি অধ্যাপক পান্না কায়সার, সৈয়দ হাসান ইমাম এবং কামাল লোহানী। তাঁদের পক্ষ থেকে উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক পান্না কায়সার।

উদ্বোধনী ঘোষণার সাথেসাথেই পায়রা উড়িয়ে উদীচী প্রতিষ্ঠার পাঁচ দশককে উদযাপন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক পান্না কায়সার ও উদীচীর পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যপেক ড. সফিউদ্দিন আহমদ।

এরপর জাতীয় সঙ্গীত ও উদীচী’র সংগঠন সঙ্গীত পরিবেশন করেন উদীচীরা শিল্পীরা। গান-নাচ-আবৃত্তি-অভিনয়ের মাধ্যমে উদীচীর দীর্ঘ গৌরবময় ইতিহাসের খন্ডচিত্র মঞ্চে তুলে আনেন উদীচীর শিল্পী-কর্মীরা। উদ্বোধনী পরিবেশনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শংকর সাওজাল।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, উদীচীর উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান এবং ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য ড. পবিত্র সরকার। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদীচীর সাড়ে তিন শতাধিক শাখা সংগঠনের শিল্পী-কর্মীরা যোগ দেন উদ্বোধনী সমাবেশে।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমরা আধুনিক ও মুক্তচিন্তার একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে চাই। আমাদের এ সংগ্রামে উদীচী একটি বড় ভূমিকা রাখতে পারে এবং রেখে চলেছে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, সারাদেশে উদীচীর বহু কর্মী ও সংগঠক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁদের কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

উদ্বোধন ঘোষণার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, মৎস্য ভবন হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে স্থাপিত মঞ্চে দুপুর ১২টায় শুরু হয় উদ্বোধনী আলোচনাপর্ব। এসময় উদীচীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর এবং ফ্রান্সের প্যারিসের উবারভ্যালিয়ার্স-এর ডেপুটি মেয়র অ্যান্থনি দাগে।

মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৪টায় শুরু হয় উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এ পর্বের শুরুতে উদীচীর প্রতি শুভেচ্ছা জানান বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ। তাদের মধ্যে ছিলেন- শিল্পী শুভেন্দু মাইতি, কল্যাণ সেন বরাট, শুভপ্রসাদ নন্দী মজুমদার, বিমল দে, বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী প্রমুখ।

সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বের শুরুতেই অনবদ্য একক সঙ্গীত পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী কল্যাণ সেন বরাট, শুভেন্দু মাইতি এবং পূরবী মুখোপাধ্যায়। এরপর নানা বৈচিত্র্যময় পরিবেশনা মঞ্চায়ন করেন বিভিন্ন জেলা থেকে আসা উদীচীর শিল্পী-কর্মীরা। একক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় ও রূপা চক্রবর্তী।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে দুধ পেয়ে এতিমখানার শিক্ষাথীরা খুশি
পরবর্তী নিবন্ধপ্রতিটি গ্রাম শহরে উন্নীত হবে : প্রধানমন্ত্রী