পপুলার২৪নিউজ ডেস্ক :
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদ মুখোর হয়ে ওঠাকে ‘বিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।
তিনি বলেন, এ ঘটনায় তদন্তে সময় লাগছে। তদন্ত যখন চলছে, তখন ঘটনাবলীই সবকিছু নির্ধারণ করে দেবে। গত সপ্তাহে এতে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবেই তাদের বিচারের মুখোমুখি করা হবে।
বাহরাইনে একটি নিরাপত্তা সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়টি একেবারেই বিকার। সৌদি আরব পরিষ্কার করে বলেছে, এ ঘটনায় যারা দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক লৌহাবৃত।
যদিও এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, এই হত্যাকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে।
আল জুবায়ের বলেন, তুরস্ক আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে আমাদের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে।
এ সময় ইরানের সমালোচনা করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমরা দুটো রূপকল্প নিয়ে কাজ করি। তা হল, সৌদি আরব হচ্ছে আলো, আর বিপরীতে ইরান অন্ধকার।
ইরানকে তিনি সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেন।