ঐক্যফ্রন্ট রাজনীতিতে প্রভাব ফেলবে: অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বিরোধী (বিএনপি) দল সঙ্গে আছে বলে ঐক্যফ্রন্ট দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, তবে নির্বাচনে আওয়ামী লীগই জিতবে বলে মন্তব্য করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউসের সামনে সুরমা নদীর তীরঘেঁষে রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, আমি নিশ্চিত আসছে নির্বাচনে আওয়ামী লীগ জিতবে। আর এটাই আমার অর্জন।

সুরমা নদী তলদেশ ভরাট ও দূষণের ব্যাপারে আবুল মাল আব্দুল মুহিত বলেন, অনেক উন্নতিও হচ্ছে। তবে এই জায়গায় এখনই কিছু করা যাচ্ছে না যে, এত বেশি পরিমাণ ভরাট হয়েছে আরও একটু দূরে গিয়ে দেখেন নদী নেই। ওখানে (সুনামগঞ্জের ধর্মপাশার চেলবরস) আলাদা শহর হয়ে গেছে। এগুলো নিয়ে বড় করে ভাবতে হবে।

এর আগে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন যার হাত দিয়েই হোক, এটা আমার উন্নয়ন। এটা স্বীকার করতেই হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ স্থানীয় কাউন্সিলররা।

 

পূর্ববর্তী নিবন্ধবিএনপি অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে: কাদের
পরবর্তী নিবন্ধআবার ক্ষমতায় এলে বিমানবাহিনী আরও আধুনিক হবে: প্রধানমন্ত্রী