বৃদ্ধ বাবাকে মারধর করা সেই ছেলে গ্রেফতার (ভিডিও)

 পপুলার২৪নিউজ ডেস্ক:
বৃদ্ধ বাবাকে মারধর করা সেই ছেলে গ্রেফতার (ভিডিও)

মাকে মিষ্টি খাওয়ার অপরাধে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলে ছেলে এখন কারাগারে।

২০ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।

সেখানে দেখা গেছে, একজন যুবক অশীতিপর এক বৃদ্ধকে নানা প্রশ্নে ধমকাচ্ছেন ও বেধড়ক চড়-থাপ্পর দিচ্ছেন।

বৃদ্ধ ও যুবকের মধ্যে সম্পর্কের কথা জেনে হতভম্ব নেটিজেনবিশ্ব।

কীভাবে সর্বোচ্চ সম্মানীয় জন্মদাতা বাবার গায়ে ছেলে হাত তুলতে পারে! কোথায় গিয়ে ঠেকেছে সমাজ এ নিয়ে হতাশা ব্যক্ত করেন অনেকে।

জানা গেছে, এ নির্মম ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগরের জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোর এলাকায়।

ভিডিওটি প্রতিবেশিরা ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের মা তথা বৃদ্ধের স্ত্রী ডায়াবেটিস রোগী।

সে কথা মাথায় ছিলনা বৃদ্ধ মানিকলাল বিশ্বাসের(৮০) । দুর্গাপূজার বিজয়া দশমীতে স্বামীকে প্রণাম করেন স্ত্রী। ঘরেই রাখা ছিল মিষ্টির প্লেট।

মানিকলাল বিশ্বাস(৮০) সেই প্লেট থেকে একটা মিষ্টি তুলে স্ত্রীর মুখে। ঘটনার সময় ছেলে প্রদীপ বাড়িতে ছিল না। বাড়ি ফিরে খবরটি তার কানে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন প্রদীপ।

কেন ডায়াবেটিস রোগী মাকে মিস্টি খাওয়ালো এই ‘অপরাধে’ বৃদ্ধ বাবাকে তখন বেধড়ক চড়-থাপ্পড় দিতে থাকে ছেলে প্রদীপ।

ছেলের হাতে মার খাওয়ার ঘটনায় হতবাক বাবা দেওয়াল ধরে নিজেকে সামলান। তাতেও ছেলের হাত থামেনি। এক নাগাড়ে চলতে থাকে চড়-থাপ্পড়।

ভিডিওটি দেখে ছেলের এমন মানসিকতা তার শিক্ষাহীনতার জন্য হলো কি না সে প্রশ্নে জানা গেছে প্রদীপ বিশ্বাস অশোকনগর-কল্যাণগড় পৌরসভায় কর্মরত।

ভাইরাল এ অমানবিক ভিডিওটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর চোখে পড়ে।

ঘটনার তদন্তে বুধবার বারসত থানা থেকে কয়েকজন পুলিশ অশোকনগরে মানিকলালের বাড়িতে যায়। ওই দম্পতির সঙ্গে কথা বলেন পুলিশকর্তারা ।

পুলিশকে ছেলের অত্যাচারের কথা জানান বৃদ্ধ মানিকলাল বিশ্বাস।

তিনি অভিযোগ করেন, এমন মারধর নাকি প্রায়ই সহ্য করতে হয় তাকে। একপ্রকার আতঙ্কেই কাটে বৃদ্ধের প্রতিটি দিন। এদিকে ঘটনায় অনুতপ্ত বলে ছেলে পিতার নিকট ক্ষমা চেয়েছে। তবে সে কথায় কান দেয়নি পুলিশ।

পিতার এ অভিযোগের পর অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের পর নির্মম হত্যার বর্ণনা দিলেন খালু
পরবর্তী নিবন্ধউপ-সচিব হলেন ২৫৬ কর্মকর্তা