দশম সংসদের শেষ অধিবেশন শুরু

পপুলারৃ২৪নিউজ প্রতিবেদক:

দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকাল পৌনে ৫টায় শুরু হওয়া অধিবেশন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এটিই দশম সংসদের শেষ অধিবেশন।

২৩তম অধিবেশনের প্রথম দিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ অধিকাংশ মন্ত্রী ও এমপি উপস্থিত রয়েছেন।

এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংসদ কতদিন চলবে তা নির্ধারণ হয়।

সংবিধান অনুযায়ী, চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে ২৮ অক্টোবর থেকে। সে হিসাবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।

সংসদের আইন শাখা সূত্র জানায়, চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হবে। সংসদের ২২তম অধিবেশনটি শেষ হয়েছিল ২০ সেপ্টেম্বর। সেই অধিবেশনের ১০ কার্যদিবসের মধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১৮টি বিল পাস করার রেকর্ড গড়ে দশম সংসদ।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে ঐক্যফ্রন্টের রিট
পরবর্তী নিবন্ধইমরুল-সাইফউদ্দিনের ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর