মাদক ব্যবসায়ীদের নিশ্চিহ্ন করে দেয়া হবে: পুলিশ সুপার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী হোক না কেন আইনের আওতায় এনে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে। তাই সব মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাত সাড়ে ৮টায় টেকনাফ মডেল থানার ওসি রণজিত কুমার বড়ুয়ার বিদায়, নবাগত ওসি প্রদীপ কুমার দাসের বরণ ও টেকনাফ মডেল থানা জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার এ কথা বলেন৷

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়৷

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাহিদ আদনান তাহিয়ান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, বিদায়ী ওসি রণজিত কুমার বড়ুয়া, নবাগত ওসি প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, ওসি (তদন্ত) এবিএম এস দোহা, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, থানার সেকেন্ড অফিসার মো. আতিকুর রহমান, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, সাইফুল ইসলাম সাঈফী৷

সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসি রণজিত কুমার বড়–য়ার কর্মদক্ষতার উপর স্মৃতিচারণ, ভিন্নধর্মী হয়েও সুন্দর একটি মসজিদ নির্মাণে সার্বিক সহযোগীতা করায় ধন্যবাদ জানানোর পাশাপাশি টেকনাফে ইয়াবা নির্মূলে অব্যাহত অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড বন্ধে পুলিশকে আরও কঠোরতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন৷

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্যের আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধমোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই