শুক্রবার জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। পরে তার মরদেহ জাতীয় ঈদগাহ ময়দানে নেয়া হবে।

এরপর শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পী বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আইয়ুব বাচ্চু দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। তার হার্টের কার্যক্ষমতা ছিলো ৩০ শতাংশ। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন।

এখন তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুফতি হান্নানের ফাঁসি স্থগিত রাখাটাই আবশ্যক ছিল: রিজভী
পরবর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর মৃত্যুতে যা বললেন চিকিৎসক