সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে এরশাদের শোক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশবরেণ্য সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে অপূরণীয় ক্ষতি হল। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হওয়ার নয়।

তিনি বলেন, সুরের ভুবনে আইয়ুব বাচ্চুর অবদান দেশবাসী আজীবন স্মরণে রাখবে।

পূর্ববর্তী নিবন্ধমাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
পরবর্তী নিবন্ধজগাখিচুড়ির ঐক্য তাসেরঘরের মতো ভেঙে পড়বে: নৌমন্ত্রী