যশোরে যুবলীগকর্মী হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পপুলার২৪নিউজ ডেস্ক:

যশোরে যুবলীগকর্মী হত্যা মামলার আসামি তাইজুল ইসলামের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে শহরের পুরাতন কসবা এলাকার আবদুল গফুর একাডেমির পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত তাইজুল কাজীপাড়ার যুবলীগকর্মী সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় লোকজন এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের মাথার ঘিলু ও জমাট বাঁধা রক্ত মাটিতে পড়েছিল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, সকালে তাইজুলের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বিরুদ্ধে থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

সন্ত্রাসীদের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত তাইজুল শহরের কাজীপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার দুই নম্বর আসামি।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে শহরের কাজীপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে যুবলীগকর্মী সোহাগকে খুন করে দুর্বৃত্তরা।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধপূজার কারণে কর্মসূচি পেছালো বিএনপি
পরবর্তী নিবন্ধসংগীতশিল্পী অন্নপূর্ণা দেবী আর নেই