হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আগামী রোববার মেলবোর্নের হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। দু’দিন আগেই শুক্রবার হাসপাতাল ছেড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। শনিবার আরেক জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সাকিব। এরপর তার দেশে ফেরার কথা।

বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলের সংক্রমণের চিকিৎসা করাতে গত ৫ অক্টোবর অস্ট্রেলিয়া যান সাকিব। একদিন পর মেলবোর্নের হাসপাতালে তার আঙুল দেখেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন গ্রেগ হয়। প্রথম দেখায় তিনি সাকিবকে ইতিবাচক ইঙ্গিত দেন।

গত মঙ্গলবার আঙুলের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানান, অবস্থা ভালো। তিন মাস পর ব্যাট ধরতে পারবেন সাকিব। তবে যদি ব্যথা হয়, তাহলে অস্ত্রোপচার করাতে হবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ঘরের মাটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন সাকিব।

পূর্ববর্তী নিবন্ধখেলাধুলা যুবসমাজকে বিপথগামী থেকে রক্ষা করে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধতিতলির প্রভাবে আজ ও বৃষ্টি অব্যাহত থাকবে